Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে পিতা-পুত্রসহ আটক ৩

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের বিদ্যমান দু’গ্র“পের সংঘর্ষের প্রস্তুতিকালে নবীগঞ্জ থানা পুলিশের তাৎক্ষনিক সাড়াশী অভিযানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাজকাশারা গ্রামবাসী। এ সময় দেশীয়-অস্ত্রসহ পিতাপুত্র ৩ জনকে আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামে হাজী আব্দুস সাত্তারের বাড়িতে রবিবার রাতে গ্রাম্য পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। উক্ত পঞ্চায়েতে মর্তুজ আলী নামে এক ব্যক্তি নবীগঞ্জের ব্যবসায়ী বাজকাশারা গ্রামের বাসিন্দা আব্দুর রকিব ও তার মৃত পিতা আব্দুল মোছাব্বিরকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় তার চাচাতো ভাই আব্দুল খালেক প্রতিবাদ করলে শালিস পঞ্চায়েতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গ্রাম্য মুরুব্বিগণ বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরদিন সোমবার আব্দুর রকিব মিয়া সকালে তাকে গালিগালাজের বিষয়টি গ্রাম্য মুরুব্বিদের কাছ থেকে জানার জন্য বাজকাশারা গ্রামে যাওয়ার পথে মর্তুজ মিয়ার বাড়ির রাস্তার সামনে আব্দুর রকিব মিয়াকে মারধর করার জন্য হুকুম দেয়। এ খবর রকিব মিয়ার আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষের জন্য প্রস্তুতি নেন। গ্রাম্য মাতব্বরদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা রয়ে যায়। মঙ্গলবার রাতে উভয়পক্ষ সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই মফিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ বাজকাশারা গ্রামে অভিযান চালায়। এ সময় রকিব মিয়ার পক্ষে তার চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন ও আব্দুল ছালেককে আটক করে থানায় নিয়ে আসেন। পরে আটকৃতদের বাড়িতে তল্লাশী চালিয়ে সংঘর্ষের দেশীয় অস্ত্র উদ্ধার করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, বাজকাশারা গ্রামে বিদ্যমান দু’গ্র“পের সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে আটকৃতদের ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।