Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী সহ ২০ জনের বিরুদ্ধে আদালতের সমন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বন বিভাগের ৫ কর্মকর্তা কর্মচারী সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ৪ বছর পর আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৪৪০/৩২৩/১০৯ ধারায় আমল গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১০ সনে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর (হরিতলা) গ্রামের নিম্বর আলীর ছেলে আবুল কাশেম কোরাইশী ওরপে কাছম আলী বাদী হয়ে রঘুনন্দন রেঞ্জের তৎকালীন শাহপুর বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, শেখ মোঃ কামরুজ্জামান ও প্রহরী নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ এলাকার চিহ্নিত আরো ১৫ জন গাছ চোর ও সন্ত্রাসীর বিরুদ্ধে ২০১০ সনের ১২ জুন তাকে মারপিট করে তার ভূমি থেকে প্রায় সোয়া লাখ টাকার একটি বিশাল আকার আকাশী গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত (৫) হবিগঞ্জে একটি লিখিত দরখাস্ত দায়ের করেন। দরখাস্ত মামলা নং ২২২/১০ ইং। আদালত দরখাস্তটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধবপুর থানায় প্রেরণ করেন। থানার তদন্তকারী কর্মকর্তা তদন্তক্রমে ফাইনাল রির্পোট প্রদান করেন। পুলিশের তদন্ত রিপোর্টের বিরুদ্ধে বাদি নারাজি দেন। নারজির প্রেক্ষিতে আদালত মাধবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। নির্দেশক্রমে সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মুজুমদার দরখাস্তের বিষয়টির কিছু কিছু সত্যতা আছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বাদি ওই প্রতিবেদনের উপর নারাজি প্রদান করিলে বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি মাধবপুরকে নির্দেশ দেন। সহকারী কমিশনার সার্ভেয়ার মনিরুজ্জামানের মাধ্যমে তদন্তক্রমে বন বিভাগের ১৪৪৭ দাগে ৫একর ৮৬ শতক ভূমির মধ্যে কয়েকজন ভূমিহীন ব্যক্তি অধিকাংশ ভূমি স্থায়ীভাবে বন্দোবস্তু নিয়ে ভোগ দখলে আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন। আরো উল্লেখ করেন ফরেষ্ট অফিস সরকারী খাস ভূমিতে অবৈধভাবে ভোগ দখলে রয়েছে এবং বর্তমানে তারা বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়ার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে বন্দোবস্তু দেওয়া ভূমি সহ সম্পূর্ন খাস ভূমি বন বিভাগকে হস্তান্তরের আবেদন করেন। বাদি আবুল কাশেম কোরাইশী ওই প্রতিবেদনেও নারাজির প্রদান করিলে বিজ্ঞ আদালত অধিকতর শুনানীর পর ২৬ ডিসেম্বর ২০১৩ ইং মামলাটির আমল গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। মামলাটি বর্তমানে আমল আদালত (৫) এ বিচারাধীন রয়েছে। বাদি তার অভিযোগে উল্লেখ করেন ২০১০ সনের ১২ জুন বিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, কামরুজ্জামান সহ আরজি বর্ণিত বিবাদীরা শাহপুর বিটের সীমানা সংলগ্ন তার ভূমিতে রোপনকৃত বিশাল আকার একটি আকাশী গাছ উপড়ে পড়ে গেলে সমস্ত বিবাদীগণ গাছটি জোরপূর্বক কেটে নিতে থাকলে বাদি বাধা প্রদান করে। এ সময় উল্লেখিত বিট কর্মকর্তাদের নির্দেশে গাছ চোর ও সন্ত্রাসী লোকজন তাকে মারপিট করে আটক করে তার সাথে থাকা নগদ টাকা মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তাকে বন বিভাগের একটি রুমে আটক করে রাখে। এছাড়াও সময় সময় বন বিভাগের লোকজন তাদের সন্ত্রাসী লোকদের দিয়ে তার ফলাইত ফসলাদি সহ সবজি বাগানের ক্ষতি করে এবং চুরি করে নিয়ে যায়। এ নিয়ে অভিযোগ দায়েরের প্রায় ৪ বছর পর বিষয়টি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রহমান সিদ্দিকী সমন জারির নির্দেশ দেন।