Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ হাওরে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের হাওরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার সকালে ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০১৮” উপলক্ষে বানিয়াচঙ্গের বিভিন্ন আড়ত, মাছঘাট, মাছবাজার ও হাওর সমূহে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি। এসময় সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মুহাম্মদ মামুনুর রশিদ। অভিযান শেষে জব্দকৃত জালসমূহ স্থানীয় আদর্শবাজারে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য ” মা ইলিশ রক্ষা অভিযান, ২০১৮” উপলক্ষে ৭ অক্টোবর হতে ১৮ অক্টোবর, ২০১৮ ( ২২ আশ্বিন-১৩ কার্ত্তিক) পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বিনিময়, বিপনন দণ্ডনীয় অপরাধ।