Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৩ উপজেলায় এক দিনে ৪ জনের আত্মহত্যা

আজিজুল ইসলাম সজীব ॥ এক দিনে জেলার ৩ উপজেলায় স্কুল ছাত্রী, গৃহবধূ ও বৃদ্ধাসহ ৪ জন আত্মহত্যা করেছেন। তার মধ্যে বানিয়াচঙ্গে ২ জন, আজমিরীগঞ্জে ১ জন ও মাধবপুরের ১ জন।
জানা যায়, গতকাল ভোরে মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মঞ্জু মিয়া (৭০) বিষপানে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। মঙ্গলবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই.শাহ আলম লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সুজিনা বেগম (২৫) নামে তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। সে শিবপাশা গ্রামের এনামূল হকের স্ত্রী।
বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রাসেল মিয়ার কন্যা স্থানীয় মন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের সকাল ১০ টার দিকে বিষপানে ছটপট করতে থাকে। পরে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৬ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, একই উপজেলার বড়ইউড়ি গ্রামে জিয়া উদ্দিন নামে এক যুবক শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে মৌলভীবাজার জেলার বাসিন্ধা শিমুল মিয়ার ছেলে। তার শ্বশুর বাড়ির লোকজন জানান-দুই বছর আগে জিয়া উদ্দিন রড়ইউড়ি গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সাথে পরিচয় হয়। পরে সে তার পিত্রালয়ে ছেড়ে রড়ইউড়ি গ্রামে ঘর জামাই থেকে যায়। মঙ্গলবার সকালে সে পরিবারের সকলের অঘোচরে বিষপান করে ছটপট করতে থাকে। বিষয়টি আচঁ করতে পেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।