Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি

নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি। শিশুদেরকে প্রাথমিক পর্যায় থেকে ভালভাবে গাইড লাইন দিয়ে আদর্শ ছাত্রছাত্রী হিসেবে গড়ে তোলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নজরদারী রাখতে হবে যাতে ছাত্ররা বিপদগামী না হয়। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম চৌধুরী। সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ৫নং ওয়ার্ডের মেম্বার আল আমিন খান, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুহিনুর বেগম, কেন্দ্রীয় তালামিয নেতা আব্দুল মুহিত রাসেল, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, সময়ের বাণী অনলাইনের সম্পাদক মিজানুর রহমান সুহেল, প্রবাস বাংলা টিভি ইউকের নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, যুবসংহতি নেতা তোফায়েল আহমেদ সায়েদ, ছাত্রলীগ নেতা এম এ সবুর, সিরাজুল ইসলাম চৌধুরী সুমন, নোমান চৌধুরী প্রমুখ। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।