Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০২১ সালের মধ্যেই বাংলাদেশে শিক্ষার হার শত ভাগ পূর্ণ হবে-মুনিম চৌধুরী বাবুু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে ও শিক্ষার শত ভাগ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই লক্ষেই শেখ হাসিনার সরকার ইতি মধ্যে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করা হয়েছে এবং কিন্ডার গার্ডেন স্কুলগুলোকে রেজিষ্ট্রেশনের আওতা ভূক্ত এনে উন্নত শিক্ষা নিশ্চিত করণে সরকার কাজ করছে। তিনি নবীগঞ্জ উপজেলার দি লিটল ফাওয়ার জুনিয়র হাই স্কুল কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রহমান বৃত্তি প্রদান পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট বদরু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মইনুল আমীন বুলবুল, রহমান বৃত্তি প্রর্বতক মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ, বন্ধন সোসাইটির সাবেক শিক্ষা পরিচালক হাজী সুহুল আমীন। বক্তব্য রাখেন প্রভাষক ইকবাল বাহার তালুকদার, অভিভাবক প্রতিনিধি আব্দুর রকিব, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক তজমুল আলী, অপু চক্রবর্তী, ফনি ভূষণ দেবনাথ, সমাজ সেবক কনর মিয়া প্রমূখ। পরে স্কুলের পক্ষ থেকে অতিথি এবং অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান হয়।