Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের উত্তর শ্যামলী থেকে আটক ৪ মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী থেকে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর করেছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের এ জামিন না মঞ্জুর করা হয়। আটককৃতরা হল, শহরের শ্যামলী এলাকার সজল কুমার রায়ের ছেলে শুভন কুমার রায় (২৮), একই শহরের উমেদনগর মন্দির হাটি এলাকার মৃত গোপিনাথ রায়ের ছেলে বাবুল রায় ওরফে বাবু (৩৮), হরিপুর গ্রামের আলী হোসেনের ছেলে সুমন মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের আক্রাম আলীর ছেলে কাসুম আলী (৩০)।
প্রসঙ্গ, গত ১৩ সেপ্টেম্বর শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল উত্তর শ্যামলী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের গডফাদার পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ১৪০ পিছ ইয়াবা, নগদ ২০ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পিপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী। আসামী পক্ষের ছিলেন, এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন।
স্থানীয়রা অভিযোগ করেন, সুমন ও বাবু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছে। ফলে চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এমনকি এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর বরাবরে অভিযোগ করলে তাদেরকে আটক করা হয়।