Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমেদ মুসা, সত্যজিৎ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, এদেশে কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা আলাদাভাবে দেখার কোন অবকাশ নেই। ধর্ম যার যার উৎসব সবার, আনন্দ সবার এ দৃষ্টিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপুজা কোন মন্ডপে যদি কেউ জঙ্গী তৎপরতা ও মাদকসেবী এবং ইভটিজাররা কোন রকম অপ্রাতিকর কিছুর আশ্রয় নেয় তাদেরকে সাথে সাথে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুজা চলাকালীন সময়ে তিনি প্রতিটি পুজা মন্ডপে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহ নিশ্চিত এবং আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য পুজারীদের প্রতি আহবান জানান।