Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে করগাও ইউনিয়নের রামপুর ও তাজপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে আব্দুল হক এবং পার্শ্ববর্তী তাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে আঙ্গুর মিয়ার মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গতকাল রোববার দুপুরে আব্দুল হক তার লোকজন দেশীয় অস্ত্রসহকারে তাজপুর মাদ্রাসার সামনে এসে জড়ো হয়ে প্রতিপক্ষ আঙ্গুর মিয়ার খামার থেকে হাঁস নেয়ার চেষ্টা করে। এ সময় আঙ্গুর মিয়া ও তার লোকজন এসে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ওই এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তাজপুর গ্রামের আঙ্গুর মিয়া (৩৫), নুরুল মিয়া (২০), সেলিম মিয়া (২৮), নুর হোসেন (৩২), রামপুর গ্রামের আব্দুল হক (৩৫), নাজমুল আহমদ (৩০), আব্দুল্লাহ মিয়ার ছেলে রুহেল মিয়া (২৮) ও কাচা মিয়ার ছেলে আজিজুল মিয়া (২৪)সহ ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে।