Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি ॥ পুরস্কার বিতরণ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সফল সমাপ্তি হয়েছে। স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রাখায় এবং ৩দিনে মেলায় আগত দর্শনার্থীসহ বিজ্ঞ বিচারকদের বিচার বিশ্লেষনে বানিয়াচং স্বাস্থ্য বিভাগের ষ্টলকে শ্রেষ্ট ষ্টলের স্বীকৃতি দেয়া হয়েছে। ২য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বানিয়াচং জোনাল অফিস, ৩য় স্থান অর্জন করেছে মাধ্যমিক শিক্ষা অফিস, ৪র্থ স্থান অর্জন করেছে বানিয়াচং ভূমি অফিস এবং ৫ম স্থান অর্জন করেছে বানিয়াচং এলজিইডি অফিসের ষ্টল। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারী পুরস্কার প্রাপ্ত ষ্টলের প্রধানদের হাতে পুরস্কার তোলেদেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিনসহ উপজেলা পর্য্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে বানিয়াচং সাগরদীঘি থিয়েটার এর শিল্পীদের অংশ গ্রহনে সাংবাদিক মখলিছ মিয়ার লেখা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিরোনামীয় নাটক পরিবেশন করা হয়। সুন্দরভাবে নাটকটি পরিবেশন করে উপস্থিত দর্শকসহ সকলকে আনন্দ দেয়ায় বানিয়াচং সাগরদীঘি থিয়েটার এর প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মখলিছ মিয়াকে ধন্যবাদ জানান উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার।