Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব কেেরন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার সাদেক খান, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্জনন কুমার সানা, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, ছাইম উদ্দিন, আবু সাইদ এওলা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, খয়রুল বসর চৌধুরী, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোর্শেদ আলম মফিজ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেবুল ভট্টার্চায্য, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান রাজু প্রমুখ। উক্ত উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমাসহ ৪২টি স্টল রয়েছে।