Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে নজমুল হাসান জাহেদ একাডেমী ভবনের পাইলিং কাজ শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধুনিক ও মান-সম্মত শিক্ষার লক্ষ্যে বানিয়াচঙ্গের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কামাল খানী মহল্লায় প্রয়াত সাংসদ নজমুল হাসান জাহেদ এর নামে তৈরী হচ্ছে নজমুল হাসান জাহেদ একাডেমী। গতকাল এ ভবনের পাইলিং এর কাজ শুরু হয়। ডাঃ সাখাওয়াত হাসান জীবন ভবনের পাইলিং কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার হাজ্বী শওকত আলী, কামাল খানী ব্র্যাক অফিসের হিসাব রক্ষক শামীম আহমেদ, নজমুল হাসান জাহেদ একাডেমী ভবন নির্মাণ কাজের তত্বাবধায়ক সাদিক আহমেদ। পরে কামাল খানী জামে মসজিদ এর ইমাম এর মাধ্যমে বিশেষ মোনাযাত করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উল্লেখ্য, ৪তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন ‘নজমুল হাসান জাহেদ একাডেমী’ ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। যার অর্থায়ন করছেন স্যার ফজলে হাসান আবেদ।