Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ ৯০ লক্ষ টাকা ব্যয়ে আজরিমীগঞ্জের সৌলরী এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ভবনের ৩য় তলার নির্মিত কাজের উদ্বোধন করেছেন এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত জনসভায় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠা সভাপতি ও বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, ইউপি চেয়ারম্যান নূরুল হক ভূইয়া, বিশপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমান মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বাবুল রায়, শামীম মেম্বার, বোরহান উদ্দিন ভূইয়া প্রমূখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন-আমি এমপি নির্বাচিত হওয়ার পর বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের শিক্ষা খাতে সর্বোচ্চ উন্নয়ন করেছি। তিনি বলেন- অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশে বিভিন্ন স্থানের বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। উল্লেখ্য ২০১৩ সালে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের ২য় তলা ভবনের কাজ সম্পন্ন করা হয়।