Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে উন্নয়ন মেলায় চমক ॥ আবেদন করে বাড়ি ফেরার আগেই ঘরে বিদ্যুত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রথম দিন বৃহস্পতিবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বাহুবল এরিয়া অফিস স্টলটিতে সেবা প্রত্যাশিদের উপচেপড়া ভীড় দেখা দেয়। বিনামূল্যে আবেদনের পাশাপাশি ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে সংযোগ পাওয়ায় গ্রাহকরা স্টলের লাইনেও দাঁড়িয়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির যুগপোযোগী উদ্যোগ স্পট মিটারিংয়ের মতো সহজলভ্য পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করায় আবেদনের হিড়িক পড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবেদনকারী উপজেলার ডুবাঐ গ্রামের সুহেল আহমেদ বলেন, আমি নতুন বাড়ি তৈরী করেছি। বাড়িতে নতুন করে মিটার নিতে মেলায় এসেছি। এমনিতে নতুন মিটারের সংযোগ পেতে অফিসে গেলে অনেক সময় লাগে। বিভিন্ন টেবিল ঘুরতে হয়। টাকাও খরচ হয়। আজ মেলায় উপস্থিত হয়ে আবেদন করা মাত্রই দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই শেষে মিটার সিকিউরিটি জমা নিয়ে আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। যা অতীত বিবেচনায় পুরোপুরিই স্বপ্নের মতো ঘটনা। পল্লী বিদ্যুৎ সমিতির এমন অভাবনীয় কার্যক্রম পরিচালনা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানাতে ভুলেননি তিনি। এ ব্যাপারে বাহুবল এরিয়া অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সোহরাব পাটুয়ারি বলেন, মেলার প্রথম দিনে স্পট মিটারিংয়ের আওতায় ১৬৫টি আবেদনের মিটার সিকিউরিটি জমা নেয়া হয়েছে এবং ইতিমধ্যে ৭৩টি মিটারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। মেলার বাকি দুইদিনও অনুরূপ নিয়মে যতগুলো আবেদন পরবে সবগুলোই যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।
মেলায় দিনব্যাপী সেবা প্রদানকালে সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আবু ইউসুফ, বাহুবল এরিয়া অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সোহরাব পাটুয়ারি, ওয়ারিং পরিদর্শক আনিছুল হক ও হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম।