Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে যুবককে কুপিয়ে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মতিন্দ্র মালাকার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করেছে দূর্বৃত্তরা। হত্যার পর তাকে খোয়াই নদীর পাড়ে পেলে রেখে যায়।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত মতিন্দ্র মালাকার উপজেলার গাভীগাঁও গ্রামের মনোরঞ্জন মালাকারের ছেলে।
নিহতের পরিবারের দাবি- মঙ্গলবার রাতে কাজিরকিল বাজারে তার সেলুনের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে সে আর বাড়িতে যায়নি। অনেক স্থানে খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয় লোকজন খবর দেয় খোয়াই নদীর পারে তার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। কে কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
পরিাবার সুত্র জানায়, প্রায় ৫ বছর পূর্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার যুদ্ধাপুর গ্রামের নিরঞ্জন মালাকারের মেয়ে সুমা মালাকারের (২০) সাথে পালিয়ে বিয়ে করে নিহত অতিন্দ্র মালাকার। এরপর দুই পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষের মুরুব্বিয়ানদের মাধ্যমে একটি শালিস অনুষ্ঠিত হয়। কিন্তু এতে কোন সুরাহা হয়নি। এ নিয়ে মেয়ের বাবা নিহত মতিন্দ্রের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৩ মাস কারাভোগের পর কিছুদিন পূর্বে জামিনে মুক্তি পায় মতিন্দ্র।
নিহতের পরিবার দাবী করে, মতিন্দের শ্বশুর বাড়ি লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খোয়াই নদীর পাশে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং বিষয়টি নিয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। তবে তার গায়ে একাধিক কুপের আঘাত রয়েছে।