Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকার গায়েবী মামলা দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করতে চায়-মেয়র জিকে গউছ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির ঘোষিত ৭ দফা বাস্তবায়নের দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। সমাবেশে মেয়র জি কে গউছ বলেন, আওয়ামীলীগের লাগামহীন দূর্নীতি আর দুঃশাসন থেকে দেশবাসী মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। তাই জনবিস্ফোরনের ভয়ে দেশের জনগণের প্রতি এই সরকারের আস্তা নেই। এই সরকার গায়েবী মামলা দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করতে চায়। কিন্তু কোনো তন্ত্রমন্ত্র দিয়ে জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না আওয়ামীলীগ সরকার।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সানু, হাবিবুল্লাহ বাহার, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জহিরুল হক শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, এডঃ ফাতেমা ইয়াসমিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাইয়ম, সৈয়দা লাভলী সুলতানা, নাজমুল হোসেন বাচ্চু, আজম উদ্দিন, এডঃ মইনুল হাসান দুলাল, কাজী শামছু মিয়া, অলিউর রহমান মেম্বার, মতিউর রহমান, আব্দুল কাইয়ম ফারুক, আব্দুল হাই, সোহেল এ চৌধুরী, মোহাইমিন চৌধুরী ফুয়াদ, শাহ মশিউর রহমান কামাল, আবু ছালেক, মুর্শেদ আলম সাজন, জিল্লুর রহমান, ফয়সল আহমেদ, আরিফে রাব্বানী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ঞাঠিজুর রহমান হাফিজ, মহিবুর রহমান শাওন, কামরুল হাসান কাজল, শফিকুল ইসলাম সফিক, সুরাইয়া আক্তার খান রাখি, নুরজাহান বেগম, তাজুল ইসলাম, মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ।