Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারসহ ৮ জনকে হাইকোর্টের শোকজ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য একমত হয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অনাস্থা দেয়ার পরও কোন কার্যকরী ব্যবস্থা না নেয়ায় অবশেষে রিট পিটিশনের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ ৮ জনকে শোকজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রিট পিটিশনটি দায়ের করেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ হাজী দুলাল মিয়া। গত ২৪ সেপ্টেম্বর হাইকোটের্র বিজ্ঞ বিচারপতিগণ বিষয়টি পর্যালোচনা করে কারণ জানতে চেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে রুল নিশি জারি করেছেন।
সুত্রে প্রকাশ, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ইংল্যান্ড গমন উপলক্ষে তার পরিষদের সকল ইউপি সদস্যকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় সর্বসম্মতিক্রমে পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ হাজী দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কৌশলে চলছাতুরী করে চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন পরিষদের রেজুলেশন খাতায় প্যানেল চেয়ারম্যান-১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। এ নিয়ে পরিষদের সকল সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য একমত হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে আবেদন করেন। কিন্তু তিনি কোন ব্যবস্থা গ্রহন না করায় অবশেষে নিরুপায় হয়ে প্যানেল চেয়ারম্যান-২ হাজী দুলাল মিয়া মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টে শুনানী শেষে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সচিব, জেলা প্রশাসক হবিগঞ্জ, বিভাগীয় কমিশনার সিলেট, স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরডিভি কর্মকর্তা নবীগঞ্জ ও সাহিদুর রহমান প্যানেল চেয়ারম্যান-১, আউশকান্দি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে উল্লেখিত আদেশ প্রদান করেন। বাদির পক্ষে রিট পিটিশন দায়ের করেন তার আইনজীবি সৈয়দা তামান্না বেগম। বিজ্ঞ বিচারপতিগণ পিটিশনটি যাছাই-বাছাই শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানকে ৩০ দিনের মধ্যে মীমাংসা করার জন্য নির্দেশনা দেন। ইতিমধ্যে আদেশের কপি উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে বলে সূত্রে জানা গেছে।