Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ আর নেই ॥ সাংবাদিকসহ বিভিন্ন মহলের শোক

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মানবতার সেবক এবং মানুষ গড়ার কারিগর অবঃ প্রাইমারী স্কুল আব্দুল কাইয়ুম আজাদ আর নেই। গতকাল মঙ্গলবার বিকাল ৩.১০ ঘটিকায় তিনি নিজ বাড়ি উপজেলার হালিতলা বারৈকান্দি গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০.১৫ ঘটিকায় হালিতলা গ্রামের জামে মসজিদের মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের মৃত্যুতে সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুল কাইয়ুম আজাদ সাংবাদিকতার মহান পেশায় জড়িত ছিলেন দীর্ঘকাল।
এদিকে নবীগঞ্জের প্রবীন সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, ফজলুর রহমান, হারুনুর রশীদ, মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, সাংবাদিক মুরাদ আহমদ, শাহ সুলতান আহমদ, এমএ মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, আলমগীর মিয়া, মতিউর রহমান মুন্না, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া।