Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে দালালের দৌরাত্ম বৃদ্ধি ॥ জড়িত ব্রাদার ও কতিপয় ডাক্তার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রোগীরা হাসপাতালে পৌছার পুর্বেই তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে জরুরী বিভাগে গিয়ে কোন মতে ডাক্তার দ্বারা ঔষধ লিখানোর পর দালালরা তাদের পছন্দ মত প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে নিয়ে যায়। ওইসব ক্লিনিকের মালিক ও ফার্মেসির মালিকরাও দালালদের জন্য রোগীদের স্লিপ থেকে টাকা আদায় করে রাখে। দিন শেষে দালালরা তাদের পাওনা বুঝে নেয়।
জানা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কিছু আসাধু ব্রাদার, ডাক্তার ও আত্মীয়দের যোগসাজশে বেশ কিছু প্রাইভেট ক্লিনিক ও ফার্মেসী গড়ে উঠেছে। দালালরা প্রতিদিন শহরের বিভিন্ন ক্লিনিকে পরিক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আর এ সুযোগে ক্লিনিকের মালিকরা হাতিয়ে নিচ্ছেন পরিক্ষার নামে অতিরিক্ত টাকা। দালালরা শুধু ক্লিনিকে নয় ঔষধের জন্য নিয়ে যাচ্ছে বিভিন্ন ফার্মেসীতে। আর ফার্মেসী গুলোর রয়েছে একাধিক দালাল। তারা তাদের ফার্মেসীর ঔষধ বেশি বেচাকেনার জন্য নিজস্ব দালাল নিয়োগ দিয়ে থাকে। দালালরা সারাদিন হাসপাতালের ভেতরে থাকে এবং ওইসব ব্রাদার ডাক্তারা, যখন দায়িত্বে থাকে তখন তারা তাদের নিযুক্ত দালালদের ইচ্ছে মত ব্যবহার করে থাকে এবং রোগীদের তাদের ফার্মেসিতে পাঠিয়ে দেয়। হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেলেও এ যেন দেখার কেউ নেই।