Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে ফের সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফের সক্রিয় হয়ে উঠেছে সাধারণ রোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা হাতিয়ে নেওয়া চোর চক্র। এতদিন রাতের বেলায় চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল এলাকায় এখন প্রকাশ্যে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি এক শিশুর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে চোর চক্রের এক সদস্য। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
এছাড়াও ওই চক্রটি দিনের বেলায় ওয়ার্ডের ভেতরে ও বর্হি বিভাগের সামনে সাধারণ রোগীদের কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে। সাধারণ রোগীদের অভিযোগ, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দায়িত্বে সার্বক্ষণিক একজন পুলিশ কর্মকর্তা থাকলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। তারা আরও অভিযোগ করেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কিছু আসাধু কর্মকর্তাদের যোগসাজসেই এসব চুরির ঘটনা ঘটছে।
জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের বর্হিবিভাগের সামন থেকে এক মহিলার মোবাইল ফোন ছিনতাই হয়ে যায়। পরে অনেক খোজাখুজি করেও তিনি তা আর পাননি। এক পর্যায়ে অসহায় হয়ে তিনি বাড়িতে চলে যান। শুধু তিনিই নন এমন শত শত রোগী ও স্বজনরা খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।