Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহপরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার সকাল ১১টায় ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরনা, প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রউফ, এমটি ইপিআই যুবায়ের আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক শহিদুর রহমান চৌধুরী, সহ-স্বাস্থ্য পরির্শক আবু সালেহ আহমেদ, সাংবাদিক মখলিছ মিয়া ও জীবন আহমেদ লিটন প্রমুখ।
১লা অক্টোবর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত দেশে ২১তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন শুরু হচ্ছে। এবার বানিয়াচং উপজেলায় ওষুধ সেবনকারী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই সপ্তাহ পালন ও ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে একডোজ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।