Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন ॥ ফ্রি সেমিনারে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে এক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্থান থেকে ৫ শতাধিক চাকুরী প্রত্যাশীদের উপচে পড়া ভীড় হয়। আনুষ্ঠানিকভাবে বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন করেন ৩০তম বিসিএস এর প্রশাসন ক্যাডার হারুন অর রশিদ (সাগর)। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক গৌর শঙ্কর দাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। প্রধান আলোচক ছিলেন-বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের প্রভাষক সারোয়ার পরাগ। অনুষ্ঠানে বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ জিয়াউল ইসলাম ৪০তম বিসিএস এ স্বল্প সময়ে উত্তীর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রসঙ্গত-বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্যোগে চাকুরী প্রত্যাশীদের জন্য অনুপ্রেরণামূলক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২, ৩ ও ৪ অক্টোবর ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়ার জন্য সর্বস্তরের শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন তিনি। ফ্রি ক্লাস গ্রহণ করবেন ৩৭তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইউসুফ হাসান বাপ্পী।