Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কানাডা ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে জুয়েল মিয়ার সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন চলাকালে জাতিসংঘের সদর দপ্তরে লিভ নো গ্যার্ল বিহাইন্ড শিরোনামে বিট্রিশ সরকার ও কানাডিয়ান সরকারের আমন্ত্রনে জাতিসংঘের ইয়থ সাব কমিটির মেম্বার জুয়েল মিয়া কনফারেন্সে যোগদান করেন। সেখানে বিট্রিশ সরকার এবং কানাডিয়ান সরকার আফরিকার বিভিন্ন গরীব দেশের ছাত্রীদের পড়াশোনায় উদ্ভোদ্য করার জন্য অনুদান দিয়ে থাকেন। জুয়েল মিয়া সাক্ষাতকালে আফরিকার বিভিন্ন গবীর দেশের ছাত্রীদেরকে অনুদান দেয়ায় বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন থ্রোডুকে আন্তরিক ধ্যনবাদ জানান। পাশাপাশি জুয়েল মিয়া বাংলাদেশের অনেক মেয়েরা পড়ালেখা থেকে দূরে আছে তাই কানাডার প্রধানমন্ত্রী ও বিট্রিশ প্রধানমন্ত্রীকে সুদৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করেন এবং বিশেষভাবে তিনি রোহিঙ্গা ছেলে মেয়েদেরকে পড়ালেখা করার জন্য তাদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং বাংলাদেশ সফর করার জন্য অনুরোধ জানান। কানাডার প্রধানমন্ত্রী ও বিট্রিশ প্রধানমন্ত্রী জুয়েল মিয়াকে কানাডা ও যুক্তরাজ্য সফর করার জন্য আমন্ত্রন জানান। সময় সুযোগ করে তিনি সফর করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমিতা মোল্লা বাড়ির হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল মিয়া। তিনি বর্তমানে স্ট্যাইট ইউনিভারসিটি অব নিউয়র্ক-এ অধ্যায়নরত আছেন।