Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আওয়ামীলীগ নেতার মামলা ১০ দিনও রেকর্ড হয়নি

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দৌলতপুর গ্রামের শাফিউল হাসান চৌধুরী শামীমের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ১০ দিন পর এফআইআর করা হয়নি।
আওয়ামীলীগ নেতা শাফিউল হাসান চৌধুরী শামীম জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত্র অনুমান ১২টার দিকে একাধিক মামলার আসামি আঃ হাই ও ছাত্রদল নেতা রাসেল, বজলু, চানু গংরা তার উপর অতর্কিত হামলা করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় শামীম দৌড়ে পার্শ্ববর্তী হাজী আব্দুল মান্নান এর ঘরে প্রবেশ করে প্রাণ রক্ষা করেন। এ সময় হামলাকারীরা সেকানে অবস্থান নেয়। এদিকে ফাড়ির জাহেদ আইনুল জাবেদ ও ইউপি সদস্যা আঙ্গুরা বেগম বাসায় পৌছে দিতে রওয়ানা হলে পথিমধ্যে শামীমের উপর আবারও আক্রমণের চেস্টা করে। এঘটনায় শাফিউল হাসান চৌধুরী শামীম বাদী হয়ে আঃ হাই রাসেল সহ ৯জনকে আসামি করে ২০ সেপ্টম্বর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ফাড়ি ইনচার্জ এসআই জুলহাস উদ্দিনকে দায়িত্ব দেন। শামীম আরো জানান, ১০ দিনেও মামলাটি রেকর্ড করা হয়নি। উল্টো আঃ হাই বাদী হয়ে শামীম চৌধুরী সহ ৫জন আসামি করে অভিযোগ দায়ের করেছে।
বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ শামীম চৌধুরীর উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।