Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইউসিসি হবিগঞ্জ শাখার তাক লাগানো সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার পর প্রতি বছরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা ছুটে যায় রাজধানী ঢাকাসহ বড় বড় শহরগুলোতে কোচিংয়ের উদ্দেশ্যে। যাদের তেমন সামর্থ নেই, অথবা ফলাফলও তেমন আশানুরূপ নয়, তারাই চিন্তা করে ইউসিসি হবিগঞ্জ শাখায় কোচিং করতে। বিশেষ করে ছাত্রীরা নিজের বাসা বাড়িতে থেকে লেখাপড়া করবে বলে, ভর্তি হয় এখানেই। তবে দিন শেষে যারা হবিগঞ্জ থেকে কোচিং করেন, তারাই সফলতার স্বর্ণশিখরে আরোহন করে আসছেন বিগত ১৪ বছর যাবত। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ইউসিসি হবিগঞ্জ শাখা তাক লাগানো সাফল্য অর্জন করেছে।
এ বারের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইউসিসি হবিগঞ্জ শাখা থেকে ফারহানা ইসলাম কেয়া ৪২০তম, সালমা আক্তার ৭০৩তম, ফারজানা আক্তার কেয়া ৭৯৭তম, মিশু খানম ১৩০৬তম, তামান্না আক্তার ২০৪৫তম, সত্যজিৎ দাশ ২১৫১তম, রিমা আক্তার ২৮২৭ তম ও মোহাইমিন আক্তার রাফি ২৮৮২ তম স্থান অর্জন করে।
খ ইউনিটের এই সফলতায় ইউসিসি হবিগঞ্জ শাখা তাৎক্ষণিকভাবে কৃতিশিক্ষার্থীদেরকে সংবর্ধনা জানায়। বৃহস্পতিবার দুপুরে ইউসিসি হবিগঞ্জ শাখা ক্যাম্পাসে অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ইউসিসি হবিগঞ্জ শাখার শিক্ষক হারুনুর রশিদ সাগর, পরিচালক এডভোকেট শাহ ফখরুজ্জামান। ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক রিশাদ হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের পরীক্ষা এবং ফলাফল এখনও হয়নি। সেখানেও আমাদের অনেক শিক্ষার্থী সুযোগ পাবে বলে আমরা আশাবাদী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আমাদের শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় এবারো ভাল ফলাফল অর্জন করবেÑএই প্রত্যাশা রয়েছে আমাদের।