Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমা ণ আদালত। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাঁতরে পালিয়ে যায় চার বালু উত্তোলনকারী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর ব্রিজের কাছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন ৪ ব্যক্তি। খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও সজিব কান্তি রুদ্র’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ৪ বালু উত্তোলনকারী নদী সাতরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, বালু মহাল ও মাটি ভরাট আইন-২০১০ এ উল্লেখ রয়েছে-ব্রিজের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে একটি মহল ওই এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালালে উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে দু’টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।