Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই সড়কে পাচারকালে সরকারী চাল বোঝাই ট্রাক আটকের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাক বোঝাই সরকারী চাল আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। শহরের কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে সূত্রে জানা গেছে, সরকার দুঃস্ত ও অসহায়দের নিকট ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করার জন্য প্রতি ইউনিয়নে ২জন করে ডিলার নিয়োগ করে। সদর উপজেলার লুকড়া ইউনিয়নের একজন ডিলার হচ্ছেন লুকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুকড়া গ্রামের আকবর হোসেন বাচ্চুর পুত্র আব্দুস শহীদ। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আটক চালগুলো লুকড়া ইউনিয়নের ডিলার আব্দুস শহীদের। সরকার প্রদত্ত দুঃস্ত ও অসহায়দের নিকট ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে চালগুলো বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাকযোগে অন্যত্র পাচার করছিলেন। লুকড়া থেকে চাল বোঝাই ট্রাকটি হবিগঞ্জ শহরের দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই রাত ৯টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের ছোট বহুলা রাস্তার মূখে অবস্থান নেয়। এ সময় হবিগঞ্জগামী চাল বোঝাই ট্রাক (নং-হবিগঞ্জ ঢ-১১-০০৩৩) ওই ¯’ানে পৌছলে পুলিশ ট্রাকটি গতিরোধ করতে সিগন্যাল চালক সিগন্যাল অমান্য করে দ্রুত শহরের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ ট্রাকের পিছু নিলে কিছুদুর এগিয়ে ট্রাকটি রাস্তার পাশে রেখে চালক ও পাচারকারী পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে।