Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশজুড়ে উন্নয়ন-এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নে ৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার সকালে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এর উদ্বোধন করেন। সভায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এ ভবনের ১ম ও ৪র্থ তলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী, ২য় তলা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও ৩য় তলা সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমপি কেয়া চৌধুরী ইতিপূর্বে এ স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন।
এদিকে বিকেলে উপজেলার ১নং ইউনিয়নের চৌকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কেয়া চৌধুরী। এছাড়া এমপি কেয়া চৌধুরী এ স্কুলে সোলার প্যানেল ও শহীদ মিনারও নির্মাণ করে দিয়েছেন। এসব উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন-জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশজুড়ে ব্যাপক উন্নয়ন। জননেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে তৃণমূলের উন্নয়নে কাজ করছি। এতে করে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে মসজিদ, রাস্তা, ব্রিজ, খাল খনন, শহীদ মিনার, স্কুল, কলেজ, মন্দিরের উন্নয়ন হয়েছে। নেত্রীর কাছ থেকে বরাদ্দ এনে ঘর নির্মাণ করে দিচ্ছি। বেকার নারীদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। সেলাই মেশিন দিয়েছি। দিয়েছি আর্থিক অনুদান। বাড়ি বাড়ি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুপ কুমার দেব মনা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, ১নং ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিত দাশ, ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মওলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা বেগম, প্রধান শিক্ষক বিমল কান্তি দেব, ৭নং ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, ১নং ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নারায়ন দাশ প্রমুখ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ তৃণমূলের শত শত লোকজন উপস্থিত ছিলেন।