Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বাল্যবিবাহকে লালকার্ড দেখাল ছাত্রীরা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়েছে। একই সাথে ১৮ বছরের পূর্বে তারা বিবাহ করবে না বলেও শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইনাতাবাদ পল্লী সমাজের উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা প্রশান্ত কুমার দেব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন, ব্র্যাকের ডি এম নুরুজ্জামান, নুরুল আশিকি, চুনারুঘাট ব্র্র্যাকের অল্লিকা দাশ, সহকারি শিক্ষক সুরঞ্জন দেব ও শেখ জামাল আহমেদ।