Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পল্লীকবি জসীম উদদীন পদক পেলেন ছড়াসাহিত্যিক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি ছড়া সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘পল্লীকবি জসীম উদদীন সাহিত্য পুরস্কার পেলেন কবি ও ছড়াকার পৃথ্বীশ চক্রবর্ত্তী। বাংলদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ ঢাকার ১২তম বাংলা সাহিত্য সম্মেলনে তাঁর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক ড. সফিউদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল বারী, পল্লী কবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম উদদীন, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি গীতিকবি এম. আর মঞ্জু, তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কবি শফিকুল ইসলাম, কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। উল্লেখ্য, শূন্য দশকের তরুণ কবিদের অন্যতম পৃথ্বীশ চক্রবর্ত্তী। শৈশবেই তাঁর লেখার জগতে হাতেখড়ি। মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৭ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘উদয়বাণী’ প্রকাশিত হয়। গভীর জীবনবোধ, দেশপ্রেম, সমাজ, ধর্ম, রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট, মানবতা, দর্শন, দ্রোহ, ভালোবাসা, প্রেম, বিরহসহ বিভিন্ন বিষয় তাঁর কবিতাকে বৈচিত্যময় করে তুলেছে। কবিতায় সিদ্ধহস্ত হলেও শিশুতোষ ছড়া-কবিতা, অণুকাব্য, সমকালীন ছড়ার জগতেও তিনি সমান পারদর্শী। তিনি দুর্বার, বাংলাভাষা, সূর্যোদয়, প্রজ্বলন, জয়ন্তীসহ বেশকটি সাহিত্য ম্যাগাজিন ও পত্রিকা সম্পাদনা করেছেন। সংগঠক হিসেবেও রয়েছে তাঁর যথেষ্ট সুনাম। তিনি বর্তমানে কবিসংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি, বঙ্গবন্ধু লেখক পরিষদ ও রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।