Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের নয়া কমিটি সেলিম সিদ্দিকী সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অনিল চন্দ্র গোপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ডিজিএম এ এম শামসুল ইসলাম, জনতা ব্যাংকের ডিজিএম হুমায়ূন কবির, কৃষি ব্যাংকের সিআরএম কাজী কাউছার আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ। সভার শুরুতে বার্ষিক রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন তবারক আলী লস্কর, আনোয়ারুল আজিম, আব্দুল কাইয়ূম চৌধুরী, কাউছার আহমেদ রুমেল, শাহ জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।
সভায় কৃষি ব্যাংকের ব্যবস্থাপক অনিল চন্দ্র গোপ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম চৌধুরী ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মনতোষ পালকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া সভায় ১০ জন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে এসোসিয়েশনের ২০১৮-২০১৯ সনের কার্য নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, উপদেষ্টা জনতা ব্যাংকের ডিজিএম হুমায়ূন কবির, কৃষি ব্যাংকের সিআরএম কাজী কাউছার আহমেদ ও সোনালী ব্যাংকের এজিএম ইনচার্জ মোঃ শাহজাহান।
কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- সভাপতি টি এস এন সেলিম সিদ্দিকী (সোনালী ব্যাংক), সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমদ (সোনালী ব্যাংক), সহ-সভাপতি শেখ মোঃ ওয়ালি উল্লাহ (ইসলামী ব্যাংক), মনিরুল ইসলাম (পূবালী ব্যাংক), শেখ মহিউদ্দিন (আইসিবি ব্যাংক), সৈয়দ মাহমুদুল হক সোহেল (এবি ব্যাংক), সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ (কৃষি ব্যাংক), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (পূবালী ব্যাংক) ও ফারুকুল ইসলাম আনসারী (জনতা ব্যাংক), সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জাহান (শাহজালাল ইসলামী ব্যাংক), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল (অগ্রণী ব্যাংক), অর্থ সম্পাদক তোফায়ের মস্তফা তরফদার (সোনালী ব্যাংক), সহ-অর্থ সম্পাদক জিতেশ রঞ্জন সূত্রধর (কৃষি ব্যাংক), ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান (রূপালী ব্যাংক), সহ-ক্রীড়া সম্পাদক মধূসুদন দাস (প্রাইম ব্যাংক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিধান চন্দ্র রায় (পূবালী ব্যাংক), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবুল ফজল (সোনালী ব্যাংক), অফিস ও প্রচার সম্পাদক অশোক দত্ত (ব্র্যাক ব্যাংক), সহ-অফিস ও প্রচার সম্পাদক কাওসার আহমেদ রুমেল (জনতা ব্যাংক), সমাজ কল্যাণ সম্পাদক অরুনাংশু কুমার দাস (প্রাইম ব্যাংক), সহ-সমাজ কল্যাণ সম্পাদক আবুল ফজল খান (ইসলামী ব্যাংক), মহিলা বিষয়ক সম্পাদক শান্তি সিনহা (সোনালী ব্যাংক), সহ-মহিলা বিষয়ক সম্পাদক লুনা চৌধুরী (প্রাইম ব্যাংক), কার্য নির্বাহী সদস্য-মমিনুর রহমান খান (জনতা ব্যাংক), হাসিবুর রহমান (উত্তরা ব্যাংক), চৌধুরী আহমেদ ফারুক (মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক), মুর্শেদ আলম (ঢাকা ব্যাংক), কাজী মুখলেছুর রহমান (অগ্রণী ব্যাংক), দেলোয়ার হোসেন (ন্যাশনাল ব্যাংক), কয়েস সামী (ডাচ্ বাংলা ব্যাংক), পারভেজ কাউছার সরকার (কৃষি ব্যাংক), জাহিদুল হক (আইএফআইসি ব্যাংক), এ.জেড.এম কামাল (সিটি ব্যাংক), অনুপম মোদক (ট্রাষ্ট ব্যাংক), আব্দুল্লাহ আল মনজুর (পূবালী ব্যাংক), সুভাষ চন্দ্র দেব (এনসিসি ব্যাংক), মোঃ নোমান মিয়া (পূবালী ব্যাংক), চৌধুরী জাফর ইকবাল (প্রাইম ব্যাংক), বিনয় ভূষন দাস (কৃষি ব্যাংক), জ্যোতির্ময় দাস (পূবালী ব্যাংক) ও জিয়াউর রহমান (সোনালী ব্যাংক)।