Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই উপজেলা নির্বাচনে বিএনপির ভরাডুবির নেপথ্যে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভরাডুবি ও লজ্জাজনক পরাজয়ের নেপথ্যে যে সকল কারন জড়িত বলে সমর্থক ও শুভাকাংখিরা মনে করেন তা মুলত দলীয় গ্র“পিং, জেলা কমিটির অবহেলা, অসহযোগীতা, সমন্ময়হীনতা এবং একক প্রার্থীর গ্রামে একাধিক প্রার্থী। আ’লীগের দুর্গ বলে পরিচিত লাখাইয়ে বিএনপির জাগরনের সুবাতাস যখন বইতে শুরু করেছিল ঠিক তখনি দুয়ারে কড়া নারল উপজেলা পরিষদ নির্বাচন। ভোটাররা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক্ষায় দিন গুনছিল এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপির সমর্থিত প্রার্থী। সমর্থক, শুভাকাংখী থেকে শুরু করে সাধারন ভোটাররা আশা করেছিল বিএনপি একক প্রার্থী ঘোষনা দিবে। বহু রশি টানাটানির পর শেষ পর্যন্ত বিএনপি একক প্রার্থী ঘোষনা দিলেও ততক্ষনে ত্রাহি ত্রাহি অবস্থায় চলেগেছে বিএনপি। সাধারন ভোটার দুরের কথা সমর্থক, শুভাকাংখীরা পর্যন্ত দলের কর্তা ব্যক্তিদের এমন আচরনে ক্ষোভে ফেটে পড়েছেন। তারা একক প্রার্থী মেনে নিতে হিমশিম খায়। অর্থাৎ থানা বিএনপি সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদকে একক প্রার্থী ঘোষনা করা হলেও অপর দুই প্রার্থী থানা বিএনপির সহসভাপতি ওয়াহেদুজ্জামান আগা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজও নিজেকে একক প্রার্থী বলে ঘোষনা দেন। ওয়াহেদুজ্জামান আগা দাবী করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে তাকে সমর্থন দেওয়া হয়েছে। তাজুল ইসলাম মোল্লাকে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা একক প্রার্থী বলে ঘোষনা দেন। ৩জনই নিজেকে দরে একক প্রার্থী দাবী করে যার যার যার মরতা প্রচার প্রচার প্রচারনা চালিয়ে যান। দলীয় অনেক পদধারী নেতাসহ কর্মী সমর্থকরা পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেনি। অনেকেই ক্ষোভের সঙ্গে জানান, যেখানে দল অপজিশনে সেখানে একক প্রার্থী ঘোষনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কারনেই বিএনপির প্রার্থীদের এমন লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। অনেকেই আবার ক্ষোভের সঙ্গে জানান “লাখাইয়ের প্রতি জেলা কমিটির অবহেলা, অসহযোগীতা ও প্রয়োজনীয় ভূমিকা না থাকাই এই ভরাডুবি অন্যতম কারন”। এছাড়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে শেষ সময়ে এডঃ সালেহ উদ্দিন আহমেদকে একক প্রার্থী ঘোষনা করা হলেও অপর দুই প্রার্থী ওয়াহেদুজ্জামান আগা ও তাজুল মোল্লাসহ ওই তিন প্রার্থীর সমর্থনে উপজেলার নেতাকর্মীরা তিনটি গ্র“পে বিভক্ত হয়ে কাজ করার ফলে কোন প্রার্থীই সম্মানজনক ভোট না পেয়ে জামানত হারান। যে কারনটি ভরাডুবির ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পরাজয় আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশংকা করছেন।
এ ব্যাপারে থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালিব খান এ প্রতিবেদককে জানান, জেলার দায়িত্ব প্রাপ্ত নেতাদের সহযোগীতা ও সমন্ময়হীনতার অভাব এবং দেরিতে একক প্রার্থী ঘোষনার কারনে বিএনপির ভরাডুবি হয়েছে। থানা যুবদলের সহসভাপতি আখতার মিয়া জানান, জেলা কর্তা ব্যক্তিদের দুর্বল সিদ্ধান্তের কারনে বিএনপির একক প্রার্থীর এই লজ্জাজনক পরাজয়।