Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২৩ গ্রামে মদ-জুয়া, চুরি-ডাকাতি রোধে বার যুব সংঘের সভা অনুষ্ঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৩টি গ্রাম নিয়ে গঠিত বার যুব সংঘের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে লুকড়া ইউনিয়ন অফিস প্রাঙ্গনে সভায় সভাপতিত্ব করেন বার যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই। বার যুব সংঘের সম্পাদক মাসুক চৌধুরীর পরিচালনায় সভায় ২৩ গ্রামে মদ-জুয়া, চুরি-ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ রোধে বক্তব্য রাখেন রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল, রিচি যুব সংঘের বরকত আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক মেম্বার হাজী ভিংরাজ মিয়া, হাজী জজ মিয়া, সানাবই যুসংঘের সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, শেখ নুরুল আমিন শামসু, মেম্বার রফিক মিয়া, এডঃ ইলিয়াস, আওলাদ মিয়া, বাচ্চু মিয়া, শুকুর মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জের পশ্চিম এলাকার ২৩ গ্রামে মাদক, জুয়া, চুরি-ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠাগণ হচ্ছেন- বার পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ রইছ মিয়া, সহ-সভাপতি আহছান উল্লাহ ও রইছ মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আকরাম আলী ও হাজী ভিংরাজ মিয়া।
কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- বার যুবসংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই, লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, রাজিউড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ কামাল, রিচি যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বার যুব সংঘের সম্পাদক মাসুক চৌধুরী, এডঃ মোঃ ইলিয়াস, আওলাদ মিয়া, বাচ্চু মিয়া ও শুকুর মিয়া।
উল্লেখ্য, সম্প্রতি হুরগাওয়ে সংঘটিত ডাকাতির সাথে জড়িতদের নাম কমিটির নিকট এসে গেছে। বার পঞ্চায়েত থেকে অনুমোদনের পর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।