Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘাটিয়া বাজারে ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হবে রাস্তা-জিকে গউছ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের ভোগান্তি দূর করতে ৭০ লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। হবিগঞ্জ শহরের কাপড়, কসমেটিক্স, জুতাসহ নানা পন্যের অন্যতম বাজার ঘাটিয়া। কিন্তু ঘাটিয়া বাজারের রাস্তার দুরবস্থার কারনে ওই বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারন ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ শুক্রবার সাড়ে ১০ টায় ঘাটিয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় এলাকার সকল ব্যবসায়ীরা জড়ো হয়ে মেয়রকে পরিস্থিতি বর্ণনা করেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ ওই রাস্তা আরসিসি করে মেরামত করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্যান্য দায়িত্বশীলদের নির্দেশ দেন। মেয়রের তাৎক্ষনিক এ উদ্যোগে উপস্থিত সবাই করতালি দিয়ে মেয়রকে অভিনন্দন জানান। মেয়র বলেন দুর্গাপূজার পূর্বেই আগামী ১০ অক্টোবরের মধ্যে এ রাস্তা মেরামতের কাজ শেষ হবে। রাস্তা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দীলিপ দাস, গৌতম কুমার রায়, পিয়ারা বেগমসহ এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন ইতিমধ্যে এলাকার ব্যবসায়ীরা রাস্তার দুরবস্থার কারনে দুর্ভোগের শিকার হয়েছেন। মেয়র বলেন ‘আর ভোগান্তি নয়। ব্যবসায়ী ও সাধারন জনগনের ভোগান্তি লাঘবের জন্য পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় করে এ রাস্তা আরসিসি করে মেরামত করা হবে। ১০ অক্টোবরের মধ্যেই এ কাজ শেষ হবে ইনশাল্লাহ।’ রাস্তা মেরামতের তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করার জন্য ঘাটিয়া বাজার দোকান কর্মচারী, এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।