Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সড়কে দুর্ঘটনারোধে ইউএনও’র সাথে মতবিনিময়

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহা-সড়কে ঘনঘন দুর্ঘটনা রোধ এবং চালক কর্তৃক যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার’র সাথে মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন “বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন”। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএনও’র কার্যালয়ে তাহফিজ নেতবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও মামুন খন্দকার বলেন, দুর্ঘটনা রোধ এবং যাত্রী হয়রানি বন্ধে খুব শিগগিরই পরিবহন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক একটি সভার আহবান করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, শিক্ষক, আলেম-উলামা, সামাজিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সাংবাদিক মখলিছ মিয়া, তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক হাফেজ শিব্বির আহমদ আরজু, হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ, মাওলানা হাদীসুর রহমানসহ তাহফিজ প্রমুখ।