Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৎস্য উৎপাদনে জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে লাখাই

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হাওর বেষ্টিত লাখাই উপজেলায় মৎস্য সম্পদে ভরপুর। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ৬ মাসেই বর্ষার পানি থাকে। সারা লাখাই জুড়ে রয়েছে অসংখ্য নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও পুকুর। পরিবেশগত ও প্রাকৃতিক কারণে লাখাই উপজেলার মৎস্য উৎপাদনের বিস্তৃত ক্ষেত্র রয়েছে। লাখাইর আবহাওয়া, জলবায়ু, মাটি ও পানি মৎস্য চাষের উপযুক্ত বলে এখানে প্রচুর মাছ উৎপাদন করা যায়। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় রফতানি আয়ে মৎস্য খাতের বিশেষ ভূমিকা রাখছে। নিত্যদিনের খাদ্য তালিকায় প্রাণিজ আমিষের সরবরাহ আসে মাছ থেকে। উপজেলার মৎস্য অফিস সূূূূত্রে জানা গেছে, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকান্ডে প্রায় ১ হাজার ১শ ১৬ জন শ্রমিক সার্বক্ষণিকভাবে এবং ৩ হাজার ৫ শ ৯৩ জন প্রমিক খন্ডকালীনভাবে নিয়োজিত আছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থানে, দারিদ্র্য মোচনে এবং প্রাণিজ আমিষের ঘাটতি দূরীকরণে মৎস্য খাতের উন্নয়ন নিতান্ত অপরিহার্য। গত এক বছরে মাছ উৎপাদন হচ্ছে ৬২৬২.৪৫ মেট্রিকটন। লাখাইয়ে মাছের যে সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগিয়ে মাছ চাষ জোরদার করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। রপ্তানীকৃত মৎস্য সম্পদের মধ্যে বিভিন্ন জাতের মাছ ও শুঁটকি ইত্যাদি। এ দিকে যদি মৎস্য চাষিরা সরকার থেকে তাদের মাছের চাষ জীবন মান উন্নয়নে কিছু সাহায্য সহযোগিতা পায় তা হলে আরো ভাল হত বলে জানায় চাষিরা।
এ ব্যাপারে লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা প্লাবন সরকারের বলেন হাওর অঞ্চল এলাকা হিসাবে এমনিতে এখানে প্রচুর মৎস্য সম্পদে ভরপুর। তবে মাছের প্রজননের মৌসুমে মাছ ধরা বন্ধ করে তাদেরকে স্বাধীন ভাবে রাখা হলে আমিষ পূরনে এখান কার মাছ জাতীয় ভাবে ভূমিকা রাকতে পারবে বলে জানান তিনি।