Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে সরকারী কোয়াটারে চুরি ॥ জরুরী কাগজপত্র উধাও

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে দিনে দুপুরে চুরি সংগঠিত হয়েছে। ১টি ডিভিডি প্লেয়ারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরেরা। গতকাল মঙ্গলবার দুপুরে ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঢুকে মালামাল নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা জানান, তিনি সকালে রুম তালাবদ্ধ করে ডিউটিতে চলে যান। বিকাল ৩টায় ডিউটি শেষে বাসার ফিরে দেখেন তার ঘরের সমস্থ কিছু তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং দরজা খোলা। এ সময় তিনি অন্যান্য স্টাফকে খবর দিলে সবাই এসে নীচ তলায় ডাঃ আব্দুল মান্নানের রুমে গিয়ে দেখতে পান দরজা খোলা এবং ভেন্টিলেটর ভাঙ্গা। ঘরের মেঝেতে কাপড়, বিভিন্ন ফাইলপত্র এবং অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা। ডাঃ মোঃ আব্দুল মান্নান ছুটিতে থাকার কারণে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ব্যক্তিগত জরুরী কাগজপত্র, টিভি ও ১টি ডিভিডি প্লোয়ার ছিল। শুনেছি টিভি আছে কিন্তু ডিভিডি প্লেয়ার নেই, তাছাড়া কাগজপত্র না দেখা পর্যন্ত বলতে পারব না। খবর পেয়ে সদর থানার এসআই আবু নাইম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।