Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পবিত্র হজ্বব্রত পালন শেষে পৌরসভায় প্রত্যাবর্তন করেছেন মেয়র গউছ

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র হজ্বব্রত পালন শেষে হবিগঞ্জ পৌরসভায় প্রত্যাবর্তন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল হবিগঞ্জ পৌরভবনে উপস্থিত হলে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেয়র পৌরসভায় উপস্থিত হয়েই সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কুশলাদি জিজ্ঞেস করেন। বেলা ১১টার দিকে পৌরভবনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মেয়র। তিনি পৌরসভার বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে জানতে চান। মেয়র তার বক্তব্যে বলেন হবিগঞ্জ পৌরসভায় বিরাজমান সমস্যাসমূহ সমাধানের জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের স্ব-স্ব অবস্থানে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন পৌরবাসী পৌরসভার কাছে নাগরিক সেবা প্রত্যাশা করেন। রাস্তা-ঘাট মেরামত, পানি, বিদ্যুত, পরিচ্ছন্নতাসহ সকল প্রকার সেবা নিশ্চিতকরনের জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেয়র বলেন সামনে দুর্গাপূজা উৎসব রয়েছে। পবিত্র ঈদ উল আযহায় যেমন পৌরসভা সফলভাবে দায়িত্ব পালন করেছে ঠিক তেমনি দূর্গাপূজাকে সুন্দর করতেও পৌরসভা যথাযথ দায়িত্ব পালন করবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দীলিপ দাস, সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দত্ত প্রমুখ। পৌর কাউন্সিলরদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায় ও খালেদা জুয়েল।