Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদেশ পাঠানোর নামে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ ॥ মামলা দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মৃত মনর উদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম ভুট্রু তার পুত্র সন্তানকে বিদেশ পাঠানোর জন্য সাড়ে ৪ লাখ টাকা লতিফপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র মুরাদ আহমেদ (৩৫) নামের এক প্রতারক আত্মসাৎ করে। বিদেশ তার পুত্রকে পাঠাতে না পারায় তিনি তার টাকার জন্য মুরাদকে চাপ প্রদান করলে আজকাল দেব বলে সময় ক্ষেপন করতে থাকে। পরে এলাকায় শালিস বৈঠক বসলে মুরাদ টাকা দিবে স্বীকার করে সময় নেয়। ওই সময়ও অতিবাহিত হওয়ার পর নিরূপায় হয়ে গত বৃহস্পতিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন শহিদুল ইসলাম।
অভিযোগের সুত্রে জানা যায়, উল্লেখিত শহিদুল ইসলাম ভুট্রু তার পুত্র বায়জিত আলমকে ৩ মাসের মধ্যে লন্ডন পাঠানোর জন্য মুরাদ আহমদের সাথে ১২ লাখ টাকায় পাঠাবেন বলে সাব্যস্ত করে নগদ সাড়ে ৪ লাখ টাকা এককালীন প্রদান করেন। কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পর তার পুত্রকে লন্ডন পাঠাতে পারেনি। পরে কাগজপত্র চাইলে সে দিতে না পারায় টাকা ফেরত চাইলে প্রতারক মুরাদ একটি চেক ধরিয়ে দেয়। এ সময় প্রতারক মুরাদ বলে তার ভাই লন্ডন থেকে টাকা পাঠাবে। তখন ব্যাংক থেকে উত্তেলন করে নিতে। কিন্তু চেকে দেওয়া তারিখ মত ইনাতগঞ্জ সোনালী ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে তার একাউন্টে টাকা না থাকায় ব্যাংক চেক ডিজনার করে দেয়। চেক ডিজনার হওয়ার পর প্রতারক মুরাদ আহমেদকে উকিল নোটিশ করার পর মুরাদ তা রিসিভ না করে ফেরত পাঠায়। পরে গত ৬ সেপ্টম্বর হবিগঞ্জ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার খবর শুনে ইনাতগঞ্জ এলাকার প্রতারক হিসাবে খ্যাতি পাওয়া মুরাদ তাকে হত্যা গুমসহ বিভিন্ন মামলায় জড়ানোর কথা লোক মুখে বলে ভয় ভীর্তি প্রদর্শন করছে বলেও মামলার বাদি শহিদুল ইসলাম ভুট্রু অভিযোগ করেন।