Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনার বাংলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার রাধাপুর, সাদুল্লাহ, জয়নগর এবং দীঘলবাক গ্রামবাসীর আয়োজনে গতকাল সোমবার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনার বাংলা নামের নৌকা চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় নবীগঞ্জ উপজেলার পঙ্খিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে একই উপজেলার হালিতলা গ্রামের শাহজালাল তরী।
প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর তীরে হাজার হহাজার লোকের সমাগম ঘটে। অনেকে বিভিন্ন নৌকযোগে এসে তা উপভোগ করেন।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী। প্রথম পুরস্কার হিসেবে সোনার বাংলাকে দেওয়া হয় একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ দলকে রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী পান একটি খাসি।
এছাড়াও নবীগঞ্জের করিমপুর গ্রমের জয় পবন, জগন্নাথপুরের কুতুব উদ্দিন তরী এবং সুনামগঞ্জের শারপারা এলাকার উড়ালপঙ্খিকে দেওয়া হয় শান্তনা পুরস্কার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজনের সার্বিক ব্যয়ভার বহন করেন ইংল্যান্ড প্রবাসী ফেরদৌস আলম নৌশাদ।