Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে পাহাড়ী রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়ির নিকটবর্তী পাহাড়ে যানবাহনে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের সদস্যরা রাস্তায় গাছ কেটে ফেলে ঢাকা-মৌলভীবাজার পুরাতন মহাসড়ক বন্ধ করে ১৪/১৫টি বাস, ট্রাক, মাইক্রো, কার, অটোরিকশা ও মোটরসাইকেল আটক করে লুটপাট করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। তবে পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা হয়েছে। তবে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত সোয়া ৮টা থেকে পৌণে ৯টার মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে ছয়/সাতশ’ গজ অদূরে রাবার বাগানের কাছে ডাকাতদলের সদস্যরা রাত ৮টার পর রাস্তার কাছের একটি গাছ কেটে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় ফেলে রাখা গাছের দু’পাশে আটকে পড়া যানবাহনে নির্বিচারে লুটপাট শুরু করে ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে আশপাশ এলাকার লোকজন এবং কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ডাকাতদলের সদস্যরা নির্বিঘেœ পালিয়ে যায়। আমতলী ও কামাইছড়া চা বাগানের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ডাকাত দলের সদস্যরা রাস্তায় গাছ ফেলে ১৪/১৫টি যানবাহন আটক করে যাত্রী ও পথচারীদের কাছ থেকে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ডাকাতির খবর পেয়ে আশপাশের লোকজন দু’দিক থেকে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেছিল। এ সময় সাইরেন বাজিয়ে পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলের দিকে এলে ডাকাতদলের সদস্যরা পাহাড়ের ভিতর দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম আলী বলেন, কামাইছড়ার পূর্বদিকে রাবার বাগানের কাছে ডাকাতির চেষ্টা হয়েছে। কিন্তু ডাকাত দলের সদস্যরা লুটপাট করার আগেই পুলিশ ও জনতা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, যথা সময়ে পুলিশ ও জনতার তৎপরতায় ডাকাতির চেষ্টাটি ব্যর্থ হয়েছে।