Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ ও নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে সরকারী গাছ কাটার মিথ্যা অভিযোগ এনে নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বিরুদ্ধে নবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী কর্তৃক থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকবাসীসহ নবীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবলীগের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন ও নিন্দা জানিয়েছেন। এ মিথ্যা অভিযোগর প্রতিবাদে তাৎক্ষনিকভাবে গতকাল রাতে নবীগঞ্জ শহরস্থ স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিন্টু দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাশ ও সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, আব্দুল হাই ও রুবেল রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ আকবর আনহার, অলক রায় জীবন, রাজীব দাশ, আইয়ুব আহমেদ, মিটু দেব, জগদিশ রায়, নিপন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক সানী চক্রবর্ত্তী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নবীগঞ্জ উপজেলা সার্ভেয়ার কর্তৃক তদন্ত করে সরকারী জায়গার উপর গাছের সত্যতা পাওয়া যায়নি। জায়গা ও গাছগুলো চরগাঁও গ্রামের কবির চৌধুরী মালিকানাধীন। বক্তরা হবিগঞ্জের স্থানীয় পত্রিকাগুলোতে নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।