Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডাকাত সন্দেহে আটক ৩ ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আমুরোড বাজারে ডাকাত সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করেছে বাজার পাহারাদার। শুক্রবার রাত প্রায় দেড়টার সময় বাজার পাহারাদার হালিম মিয়াসহ অন্যান্যরা ওই ৪ ব্যক্তিকে একটি রামদা, একটি কিরিচসহ আটক করে বাজার কমিটির সদস্যসচীব দুলন মিয়ার কাছে সোপর্দ করে। আটককৃত ব্যক্তিরা হলো কবিলাষপুর গ্রামের জমরুত মিয়ার পুত্র আফজল (২২), বাসুল্লা গ্রামের আব্দুস সহিদের পুত্র রুয়েল (২৭), একই গ্রামের আবুল মিয়ার পুত্র সুহেল (২৮) ও বড়াব্দা গ্রামের সিএনজি চালক হেলাল (৩৫)। অপর ডাকাত আফরোজ মিয়া পালিয়ে যায় এবং সিএনজিসহ ড্রাইভার হেলালকে রাতের আঁধারে রহস্যজনক কারণে ছেড়ে দেন বাজার কমিটির সদস্য সচিব দুলন মিয়া।
এলাকাবাসী জানান, উল্লেখিত ব্যক্তিরা শুক্রবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাজীপুর ইউপি’র সাদ্দাম বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা সিএনজি নিয়ে পালিয়ে আমুরোড বাজারে প্রবেশ করে। এ সময় বাজার পাহারাদাররা তাদেরকে একটি রামদা ও একটি ছুরাসহ আটক করে। খবর পেয়ে গতকাল শনিবার সকালে চুনারুঘাট থানা পুলিশ আমুরোড বাজারে এসে আটক ৩ ডাকাতকে প্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ওসি কেএম আজমিরুজ্জান বলেন, সিএনজিসহ যে ড্রাইভারকে ছেড়ে দেয়া হয়েছে তাকেও আসামী করা হবে।