Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দৈনিক বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ৩ বছর পূর্ণ করে দৈনিক বাংলাদেশের খবর আজ চতুর্থ বছরে পা রাখল। হবিগঞ্জে বর্র্ণিল আয়োজনে বাংলাদেশের খবরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরীর সভাপতিত্বে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। এতে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
আলোচনায় সভায় বক্তরা বলেন-পত্রিকাটি বাজারে এসে অল্পদিনের ভিতরে সত্য ও সাহসী সংবাদ প্রকাশ করে পাঠকের প্রিয়তা অর্জন করেছে। তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যর মধ্যে উপ¯ি’ত ছিলেন দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালীম, লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল হক সোহেল, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, বাহুবল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. সামসুদ্দিন, দৈনিক হবিগঞ্জের জননী নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, দৈনিক হবিগঞ্জের বাণী স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি (সদর) এম এ আজিজ সেলিম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক জনতা প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক প্রভাকর বিশেষ প্রতিনিধি এরশাদ আলী, দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, পরিবর্তন ডটকম প্রতিনিধি কাওছার আহমেদ টিপু, আজকের হবিগঞ্জ স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম, চ্যানেল এস সহকারি প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক প্রভাকর সহযোগী সম্পাদক সহিবুর রহমান, বাংলা টিভি প্রতিনিধি কাজল সরকার, দৈনিক সংবাদ জেলা সংবাদদাতা এম শাহ আলম, দৈনিক হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, নিরঞ্জন গোস্বামী শুভ, প্রতিদিনের বাণী স্টাফ রিপোর্টার আক্তার হোসেন প্রমুখ।