Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে খুনের মামলার বাদী ও স্বাক্ষীরা কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হেলাল মিয়া হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের হয়রানীর অভিযোগ করছে প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে হত্যা মামলার বাদী নিহতের ভাই, বাবা এবং আত্মীয়-স্বজনসহ স্বাক্ষীদেরকে যেতে হয়েছে কারাগারে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার লক্ষিপুর গ্রামের ছনা মিয়ার ছেলে হেলাল মিয়া গত শবে মেরাজের রাতে মসজিদে শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে খুন হয়। এ ব্যাপারে হেলাল মিয়ার ভাই শাহজাহান মিয়া ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী এখলাছ মিয়া পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলে যায় বিদেশে। অন্য আসামীদেরকে পুলিশ গ্রেফতারের পূর্বেই আদালতে আত্মসমর্পণ করে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর জামিনে এসে বাদী পক্ষকে মামলা প্রত্যাহারের জন্য একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে। ইতোমধ্যে আসামী পরে বাড়ী-ঘর ভাংচুরের অভিযোগে দুটি সিআর মামলা দায়েরের পর একই ঘটনা নিয়ে আরেকটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আসামীরা। ওই মামলাগুলোতে মামলার বাদী শাহজাহান মিয়া ও স্বাক্ষীদেরকে আসামী করা হয়। দ্রুত বিচার মামলায় আসামীরা আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে ১১ জনকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ বিচারক। এই সুযোগে গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গ্রামের ফরহাদ নামে এক পাহারাদারকে গাছের সাথে বেঁধে রেখে পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নিহত হেলাল মিয়ার স্ত্রী শাহিদার ৫ ভরি স্বর্ণ এবং হেলালের মা পরিস্কার বিবির ২ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয়। এ ব্যাপারে নিহত হেলাল মিয়ার স্ত্রী শাহিদা বেগম অভিযোগ করে জানান, তার স্বামীর হত্যাকারীরা কিছুদিন কারাগারে থেকেই বেরিয়ে এসে তাদের উপর অত্যাচার শুরু করেছে। অথচ আসামীদের মিথ্য মামলায় বাদী স্বাক্ষীদেরেকে থাকতে হচ্ছে কারাগারে। এই সুযোগে পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ডাকাতির কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যার পর আসামীদের বাড়ীতে হামলার ঘটনায় আরও কয়েকটি মামলা হয়েছে।