Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নির্বাচনে সৈয়দ মোস্তাফিজুর রহমান সভাপতি এবং অনুপরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্টু ও শান্তিপূর্ন ভাবে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তালিবপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক সৈয়দ এস এম সামছুর রহমান। সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন চৌমুহনী সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও একতারপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ এখলাছুর রহমান। নির্বাচনে মোট ৮শ৭৯ ভোটারের মধ্যে ৭শ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সৈয়দ মোস্তাফিজুর রহমান ৪৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মাহফুজুর রহমান পেয়েছেন ২৮৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অনুপরায় ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি সোলেমান মিয়া পেয়েছেন ২৪৯ ভোট। সহ-সভাপতি পদে পরিমল চন্দ্র রায় ৪৭৪ ভোট ও আবু হানিফ ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন সহ-সভাপতি পদে অপর প্রার্থী বিশ্বজিত রায় পেয়েছেন ৪০৮ ভোট, যুগ্ম সম্পাদক পদে আবু কাউছার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিন্দ্বন্দ্বি মিলাদ হোসেন ভুইয়া ৩৬৮ ভোট, সাংগঠনিক সম্পদক পদে মাহমুদুল হাসান রনি ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিন্দ্বন্দ্বি শাহিনুজ্জামান পেয়েছেন ২৩৪ ভোট, যুগ্ম সম্পাদক মহিল পদে তন্নি রহমান ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম মিজবা আক্তার পেয়েছেন ২৩১ ভোট। ক্রিড়া সম্পাদক পদে আব্দুল কাদির ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ পদে ইসতিয়াক রফিক চৌধুরী পেয়েছেন ২৬৭, ক্লাব সম্পাদক পদে সুরাইয়া আক্তার ৪৪০ ভোট পেয়ে জয়ি হয়েছেন এই পদে অলী উল্লা পেয়েছেন ৩১৯ ভোট।