Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উপজেলায় চ্যাম্পিয়ন দক্ষিণ-পূর্ব ইউনিয়ন একাদশ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন একাদশ। গতকাল বৃহস্পতিবার বিকালে এলআর হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন। প্রায় ২০ হাজার দর্শক খেলা উপভোগ করেছে। উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ১৫ ইউনিয়ন অংশ নিয়েছিল।
গতকাল ফাইনাল খেলার প্রথমার্ধে গোল করে ৩নং ইউনিয়নকে এগিয়ে রাখেন খেলোয়াড় হাবিবুর রহমান। দ্বিতীয়ার্ধের খেলায় ২নং ইউনিয়নের খেলোয়াড় অপি ১টি গোল করে খেলায় সমতা ফেরান। পরে চমৎকার খেলা প্রদর্শন করে দ্বিতীয় গোল করে ৩নং ইউনিয়নের খেলোয়ার হাবিবুর রহমান। অবশেষে ২-১ গোলে জয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার সফলতা পেয়েছে বানিয়াচং ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেনবুট পেয়েছেন ৩নং ইউনিয়নের খেলোয়াড় শাহিন মিয়া। অপরদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ (৪টি) গোল করে গোল্ডেনবল পেয়েছেন ২নং ইউনিয়নের খেলোয়াড় অপি।
উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার। পুরষ্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হুসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, ওসি মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, ওয়ারিশ উদ্দিন খান, এরশাদ আলী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন। খেলায় প্রধান রেফারি ছিলেন আবুল কাশেম।