Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনী পথসভায় বুলু, ডা. জীবন, শেখ সুজাত, শাম্মী আক্তার শেখ বশিরসহ ১৯ দলের প্রার্থীদের বিজয়ী করুন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী শেখ বশির আহমদের ঘোড়া মার্কার নির্বাচনী পথসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া, শাম্মী আক্তার শিপা ও কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেছেন, আগামী ৩১ মার্চ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী শেখ বশির আহমদের ঘোড়া মার্কায় ও ১৯ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করে ব্যালট বিপ্লব ঘটিয়ে সরকার পতনের আন্দোলন বানিয়াচঙ্গ থেকে শুরু করুন। বক্তারা বলেন, চেয়ারম্যান প্রার্থী শেখ বশিরকে কেন্দ্রীয় বিএনপি সমর্থন দিয়েছে। তাই অন্য যারা দাবী করে তারা আওয়ামীলীগের এজেন্ট।
গতকাল শুক্রবার বিকালে স্থানীয় শহীদ মিনার চত্তরে ঘোড়া মার্কার সমর্থনে দুই কেন্দ্রীয় নেতা আরও বলেন, এম ইলিয়াছ আলী গুম, হেফাজত নেতা-কর্মীদের হত্যা ও বিশ্¦জিৎ দাস হত্যার বিচার পেতে হলে জনগণ বিএনপি ও ১৯ দলের প্রার্থীদের বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি। সন্ধ্যার কেন্দ্রীয় নেতারা কদুপুর বাজারে ঘোড়া মার্কার পথসভায় বক্তব্য রাখেন। তাছাড়া কেন্দুয়াবহ, কাঠখাল, রামগঞ্জ, বানিয়াচঙ্গ বড়বজারে কেন্দ্রীয় নেতা ঘোড়া মার্কার সমর্থনে গণসংযোগ করেন। বড়বাজার শহীদ মিনার পথসভা উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়ার পরিচলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সামছুজ্জামান, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, এম এ মন্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, জেলা বিএনপি সদস্য মঈনুল ইসলাম এখলাছ, জেলা কৃষকদল সিনিয়র সহসভাপতি আব্দু রব, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সামছুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, জাসাস, তাঁতীদল, মৎস্যজীবি দলের নেতা-কর্মী। কদুপুর বাজারে পথসভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও প্রার্থী শেখ বশির আহমদসহ উপজেলাও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শত শত ঘোড়া মার্কার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।