Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক বিআরটিএর আলোচনা সভা

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জের উদ্যোগে “নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অন্যান্যদের মধ্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ হাবিবুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, বিমল চন্দ্র ভৌমিক, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়, নিসচা হবিগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশিদ মামুন, টেম্পু মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ সড়ক রাখতে হলে শুধুমাত্র সিএনজি অটোরিক্সা বন্ধ করলে হবেনা, সব ধরণের অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে। বাস মালিক সমিতিকে আরো লোকাল বাসের ব্যবস্থাসহ স্টপিজ সংখ্যা বাড়াতে হবে। নতুবা সাধারণ যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়বে। সিএনজি এবং ট্রাক্টরের কারণে প্রায়শই মানুষের প্রাণহানি ঘটছে। ট্রাক এবং ট্রাক্টর দিনের বেলা শহরে প্রবেশে নিষেধ থাকলেও প্রায়শই এদের কারণে শহরে যানজট লেগে থাকে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, মহাসড়কে কোন ধরণের অবৈধ যানবাহন যেমন সিএনজি অটোরিক্সা, ট্রাক্টর, লেগুনা, টেম্পু চলতে দেওয়া হবেনা।