Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ টাকা কেজি চাল বিতরণের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দরিদ্র জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্তমান সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ৭৮ হাজার ৪৪ জন দরিদ্র লোক পাচ্ছেন প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল। জেলার ৭৮টি ইউনিয়নে একযোগে বিতরণ করা হচ্ছে এই চাল। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বছরে ৫ মাস অস্বচ্ছল লোকদের তালিকা তৈরী করে এই চাল প্রদান করা হচ্ছে। হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নে ১৫২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। দরিদ্র লোকজন যাতে কোন ধরণের প্রতানার শিকার না হয় সেজন্য চাল বিতরণকালে সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউপি চেয়রম্যান তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ একেএম সুফী, নুরুল হক তালুকদার, জাবেদ আলী মাস্টার, ডাঃ কুতুব উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, সোহেল মিয়াসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় এমপি আবু জাহির বলেন, অনেক সময় দেখা যায়, নিজের সন্তান তার পিতা-মাতাকে ভাত দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠির মুখের খাবার নিশ্চিত না করে খাবার খান না। ১০ টাকা কেজির চাল বিতরণসহ দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে শেখ হাসিনার সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এতেই প্রমাণিত আওয়ামী লীগ সরকার জনবান্ধব। এ সময় সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।